ইবুক থেকে আয় করা একটি খুবই জনপ্রিয় পদ্ধতি । আপনি যদি ভালো লেখক হন তবে সহজেই ইবুক লিখে আয় করতে পারেন । ইবুক থেকে আয় একটি চলমান প্রক্রিয়া । আপনার বইটি যত বিক্রয় হবে আপনি তত বেশি মুনাফা পাবেন । যদি আপনি এই পদ্ধতিতে সফল হতে পারেন তবে একটি বই আপনাকে আজীবন মুনাফা দিয়ে যাবে ।
নতুন ব্লগ ব্যাবহারকারিদের জন্য গুগল এডসেন্স এপ্রুভ করা খুবই কঠিন তাই বলে কি অল্প ভিজিটর নিয়ে নতুন ব্লগারদের অর্থ উপার্জন থেমে থাকবে ?
না । নতুন ব্লগারদের জন্য গুগল এডসেন্স এর মত বিকল্প একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম “ক্লিকসর” । ক্লিকসর একটি প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত বিজ্ঞাপনসমুহ প্রকাশকদের অর্থাৎ ব্লগারদের দিয়ে থাকে ব্লগাররা এই বিজ্ঞাপন তাদের ব্লগের মাধ্যমে প্রচার করতে থাকে এবং তা থেকে আয় করে থাকে এটি ঠিক গুগল এডসেন্স এর মতই কাজ করে থাকে। ক্লিকসর নতুনদের জন্য একটি খুব ভাল মাধ্যম যা ব্যাবহার করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারেন। নতুন ব্লগাররা ক্লিকসরে একাউন্ট করুন।
শুভেচ্ছা জানাচ্ছি,
উত্তরমুছুনআমি তাবাসসুম, ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কমিশন এবং বোনাস সহ নানান ধরনের সুবিধা পাবেন ইন্সটাফরেক্স পার্টনার হিসাবে।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন।
আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।
Skype ID: Tabassum IFX
খুব ভালো একটি পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।আমি একটি বাংলা ব্লগ চালাই ব্লগার টিউটরিয়াল নিয়ে আমি কি এডসেন্স আপ্লাই করতে পারি। ধন্যবাদ
উত্তরমুছুন